জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত হবে এ দেশ ভবিষ্যতে কীভাবে পরিচালিত হবে। ওইদিন শুধু ভোট দিলেই হবে না, নিজেদের ভোটাধিকার রক্ষায় জনতাকে ভোটকেন্দ্র পাহারাও দিতে হবে। ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে সারা দেশের মানুষ এখন মুখিয়ে আছে।”
এনসিপির নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকা স্মৃতিসৌধ চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভালুকার স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, “ভালুকায় বর্তমানে ব্যাপক হারে ভূমি দখল হচ্ছে, বন উজাড় করে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে। অথচ এই শিল্পাঞ্চল এলাকায় স্থানীয় শিক্ষিত তরুণদের কর্মসংস্থান হচ্ছে না। আমরা ক্ষমতায় আসলে ভূমিদস্যুতা বন্ধ করব এবং শিল্প-কারখানায় স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করে সব সমস্যার সমাধান করব।”
তিনি আরও বলেন, সন্ত্রাস ও দখলদারমুক্ত একটি আধুনিক বাংলাদেশ গড়তে ১১ দলীয় জোটের কোনো বিকল্প নেই। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো প্রকার ভয়ভীতি বা প্রলোভনে পা না দিয়ে সাহসের সাথে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে হবে।
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম, ভালুকা উপজেলা আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু এবং ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী ডা. জাহিদুল ইসলামসহ স্থানীয় জোট নেতৃবৃন্দ। এ সময় জোটের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments