ভারতের কেরালার ওয়েনাডে ভারি বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে নিহত মানুষের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলছে।
মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে জেলার পাহাড়ি এলাকায় কয়েক দফা ভূমিধসের ঘটনা ঘটে। মেপ্পাডি, মুন্ডাকাল টাউন ও চূড়ালমালায় অন্তত তিন দফা ভূমিধস হয়।
প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), কেরালার বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয় জনগণ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
এসব ভূমিধসে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকে। এখনো প্রায় বহু মানুষ নিখোঁজ আছেন। কেরালা সরকার যোগাযোগের জন্য দুটি জরুরি সেবা নম্বর দিয়েছে।
এ পরিস্থিতিতে কেরলার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার (১ আগস্ট) সর্বদলীয় বৈঠক ডেকেছেন। এতে ভূমিধসে নিখোঁজদের সন্ধান এবং ভিটেমাটি হারানো বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
সেতুধস ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনাড়। প্রবল বর্ষণ এবং একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।
এছাড়া, ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
সূত্র: দ্য হিন্দু।
মানবকণ্ঠ/এফআই
Comments