Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় দুই নারী শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল টিম। পুকুরপাড়ে বসে প্রকৃতি দেখতে দেখতে গাজা সেবন করছিলেন ওই দুই নারী শিক্ষার্থী। এমন সময় সহকারী প্রক্টরের নিকট হাতেনাতে ধরা পড়েন তারা। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আটককৃতদের একজন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী এবং অপরজন একই ব্যাচের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বুধবার (৩০ অক্টোবর) বিকাল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র সংলগ্ন লেকের পাশে তাদের আটক করা হয়। এসময় মাদক সেবনের বিষয়টি স্বীকার করায় প্রক্টর অফিসে নিয়ে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।  

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র সংলগ্ন লেকের পাড়ে প্রকাশ্যে মাদক সেবন করছিলেন ওই দুই নারী। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা 'গাজা' সেবনের বিষয়টি স্বীকার করলে তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, 'তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় প্রাথমিকভাবে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পুণরায় এমন অপরাধ করলে শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'