Image description

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। তাকে বলা হয় লেডি সুপারস্টার। সিনেমায় নায়কের সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে আলো ছড়ান পর্দায়। দক্ষিণের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনেত্রী দিয়েছেন ব্লকবাস্টার।

শাহরুখ খানের সঙ্গে তার ‘জওয়ান’ বলিউডের সর্বাধিক আয় করা চলচ্চিত্র। সুনিপনভাবে পর্দায় নিজের কাজ ফুটিয়ে তোলা সেই নয়নতারা জীবনী এবার আসছে বড়পর্দায়।
জনপ্রিয় এ অভিনেত্রীকে নিয়ে এবার নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘নয়নতারা : বিয়ন্ড দ্য ফেইরি টেল।’ দুই বছর আগে নয়নতারার বিয়ের দিন এ তথ্যচিত্রের ঘোষণা দেওয়া হয়েছিল।

এরপর অভিনেত্রী সংসার পেতেছেন, মা হয়েছেন। পাশাপাশি দেদার চলছে অভিনয়ের কাজ। তথ্যচিত্রটির কথা প্রায় ভুলতেই বসেছিল ভক্তরা। তবে নতুন খবর হলো, দুই বছর পর অবশেষে মুক্তি পাচ্ছে এটি।

১৮ নভেম্বর নয়নতারার জন্মদিনেই এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

প্রথমে এর কাজ শুরু হয়েছিল ওয়েডিং ফিল্ম হিসেবে। পরে এর পরিসর বাড়ানো হয়। যুক্ত করা হয় অভিনেত্রীর ক্যারিয়ার ও পারিবারিক জীবনের গল্প। সারোগেসির মাধ্যমে তার মা হওয়া এবং এটাকে কেন্দ্র করে যাবতীয় বিতর্কের বিষয়ও তুলে ধরা হয়েছে এতে।

বুধবার নেটফ্লিক্স থেকে তথ্যচিত্রটির মুক্তির আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়েছে, সঙ্গে একটি পোস্টার। যেখানে দেখা গেছে, লাল গালিচায় দাঁড়িয়ে নয়নতারা পেছন ফিরে তাকিয়ে আছেন, আর তাঁর ছবি তুলছেন পাপারাজ্জিরা। পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘পর্দা এবং বাস্তব জীবনের এক তারকা।’

বেঙ্গালুরুতে ১৯৮৪ সালের ১৮ নভেম্বর জন্ম নয়নতারার। ২০০৩ সালে মালয়ালম সিনেমা ‘মানাসিনাক্কারে’ দিয়ে অভিষেক হয় তার। এ পর্যন্ত ৭৫টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে নয়নতারা ব্যস্ত রয়েছেন ‘ডিয়ার স্টুডেন্টস’ ও নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমার শুটিংয়ে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে দুটি তামিল সিনেমা ‘টেস্ট’ ও ‘মানাগাত্তি’।

মাণববকন্ঠ/আরআই