ইসলামি মহাসম্মেলনকে কেন্দ্র করে শাহবাগ মেট্রোস্টেশনে ওলামাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। মেট্রোতে চড়ে গন্তব্যে ফিরতে টিকেট কাটার জন্যে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন আলেম ওলামারা। মেট্রোস্টেশনের প্রতিটি কাউন্টার তাদের উপস্থিতিতে জনাকীর্ণ। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর দেড়টার কিছু আগে সমাবেশ শেষ হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টার দিকে শাহবাগ মেট্রোস্টেশনে ঢল নেমেছে হুজুরদের। অনেকে আধাঘণ্টার বেশি সময় ধরে টিকেট কাটতে লাইনে অপেক্ষা করছিলেন। কেউ কেউ মেট্রোর টিকেট কাটতে না পেরে স্টেশন থেকে ফিরেও যাচ্ছেন। আর শাহবাগ থেকে মতিঝিল বা উত্তরা অভিমুখে সবগুলো ট্রেনেই আলেমদের আধিক্য লক্ষ্য করা গেছে।
সমাবেশকে সামনে রেখে, সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। সকাল (৫ নভেম্বর) ৯টায় শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিতে ভোর থেকেই আলেম-ওলামাসহ সাধারণ মানুষ সম্মেলনস্থলে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে রুপ নেয়।
দুপুর দেড়টার দিকে সমাবেশ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সবকটি রাস্তা আলেম ওলামাদের পদচারণায় মুখর হয়ে উঠে। আর এই সমাবেশকে সামনে রেখে রাজধানীতে দীর্ঘ যানজটও তৈরি হয়েছে।
Comments