Image description

বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ধানমন্ডি সোসাইটি। গতকাল রবিবার বিকেল ৩টায় ধানমন্ডি ৪ নম্বর ক্রিকেট একাডেমি মাঠে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এই আয়োজন চলবে আজ সোমবার রাত ১১টা পর্যন্ত। ধানমন্ডি সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে রংপুর রাইডার্স।

আয়োজনের প্রথম দিনে ছিল চিত্রকলা প্রদর্শনী এবং শিশুদের জন্য খেলা। উদ্বোধনের পর বিকেল সাড়ে ৪টায় জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন ও কোরআন তেলাওয়াত করা হয়।

ওইদিন সন্ধ্যায় চিল নৃত্যানুষ্ঠান (বাফা), সঙ্গীতানুষ্ঠান, ধানমন্ডি সোসাইটির প্রামাণ্য চিত্র, দেশাত্মবোধক সঙ্গীত, মনোমুগ্ধকর ম্যাজিক শো। একই সঙ্গে চলেছে বিজয় মেলাও।

চিত্রকলা প্রদর্শনী এবং শিশুদের খেলার আয়োজন দিয়ে শুরু হয় দ্বিতীয় দিন। সোমবার দিনভর সাপের খেলা, বায়োস্কোপ, লাটিম খেলা, বানর খেলা, মার্বেল খেলা, ভাগ্য গণনা শিশুদের উপভোগ করতে দেখা যায়।

খেলার পর্ব শেষে বিরতির পর বিকাল ৪টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে দুই দিনব্যাপী আয়োজনে পাশে থাকা স্পন্সরদের পুরস্কার প্রদান, জাতীয় সঙ্গীত ও মুক্তিযোদ্ধাদের ছবি ধারণ, গুণীজনদের সম্মাননা দেওয়া হয়।

ধানমন্ডি সোসাইটির সিকিউরিটি এবং ধানমন্ডি কমিউনিটি পুলিশদের উপহার প্রদান করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বে থাকবে দেশাত্মবোধক গান, আবৃত্তি, ম্যাজিক শো, ব্যান্ডসঙ্গীত, র‍্যাফেল ড্র, আতশবাজি।

ধানমন্ডি সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বিজয় মেলা ও সাস্কৃতিক সন্ধার আয়োজন করতে পেরে সংগঠনটি আনন্দিত। বছরব্যাপী বিভিন্ন জাতীয় উৎসব পালনেই ধানমন্ডি সোসাইটির কার্যক্রম সীমাবদ্ধ নয়, বরং জাতীয় উৎসব শ্রদ্ধার সঙ্গে পালনের পাশাপাশি ধানমন্ডিতে বসবাসরত বাসিন্দাদের কিভাবে নিরাপদ ও সুস্থ্য জীবন দেওয়া যায় সেজন্য নিরলস কাজ করে যাওয়া হচ্ছে। মাদক, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা, যাজনট নিরসনে সবাইকে নিয়ে কাজ করাসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে নিয়মিত কার্যক্রম চলছে।

মানবকণ্ঠ/এসআরএস