Image description

সাংবাদিকদের অর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা আশা করা যায় না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ বিভাগে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

মতবিনিময়কালে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, অষ্টম ওয়েজ বোর্ডের ফলে গণমাধ্যমের মালিকরা লাভবান হলেও সংবাদকর্মীদের অবস্থার কোন পরিবর্তন হয়নি। সরকারের পাশাপাশি এই দুর্নীতিতে গণমাধ্যমের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদেরও ভূমিকা আছে। ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলেও তা বাস্তাবায়ন দেখিয়ে সাংবাদিক নেতারা স্বাক্ষর দিয়েছেন। 

সাংবাদিকদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গত ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় গণমাধ্যমের সংখ্যার যে বিস্ফোরণ ঘটেছে, তার চাহিদা নিয়ে প্রশ্ন রয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন আগামীতে যে সরকারই আসুক তাদের কাজে আসবে। সেই লক্ষ্যেই সংস্কার কমিশন সুপারিশমালা তৈরি করছে।