অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ
দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে টানা চ্যাম্পিয়ন ভারত
অনূর্ধ্ব-১৯ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষকে গুঁড়িয়ে অপরাজেয় থেকে শিরোপা ধরে রাখল ভারতের মেয়েরা।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে ৯ উইকেটে জিতেছে ভারত। দক্ষিণ আফ্রিকার ৮২ রান ১১.২ ওভারেই টপকে গেছে দারুণ ছন্দে থাকা দলটি।
বয়সভিত্তিক এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর এটি। দুবারই চ্যাম্পিয়ন হলো দক্ষিণ এশিয়ার দলটি। ২০২৩ সালের ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল তারা।
এবার দুই দলই ফাইনালে উঠেছিল অপরাজিত থেকে। কিন্তু শিরোপা লড়াইয়ে মঞ্চে নিজেদের যেন হারিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা।
গত বছর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছিল ভারত।
টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকাকে শুরু থেকে চেপে ধরে ভারত। ৩ উইকেটে ২৯ রানে পাওয়ার প্লে শেষ করে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। প্রতিরোধের চেষ্টা করেন অধিনায়ক কায়লা রেইনেকে (২১ বলে ৭) ও কারাবো মেসো (২৬ বলে ১০)। কিন্তু পরপর দুই ওভারে বিদায় নেন দুইজনই।
ইনিংসে দলটির সর্বোচ্চ ৩০ রানের জুটি গড়েন মিকাহ ফন ভুর্স্ট ও ফে কাওলিং। তাদের হয়ে ৩ চারে ১৮ বলে সর্বোচ্চ ২৩ রান করেন ফন ভুর্স্ট।
১৫ রানে ৩ উইকেট নিয়ে নিয়ে ভারতের সফলতম বোলার গঙ্গাদি তৃষ্ণা। ৬ রানে পারুনিকা সিসোদিয়া ও ৯ রানে আয়ুশি শুক্লা ধরেন দুটি করে শিকার। ভাইশ্নাবি শার্মাও দুই উইকেট পান।
চমৎকার বোলিংয়ের পর ব্যাট হাতেও আলো ছড়ান তৃষ্ণা। দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার। ৮ চারে ৩৩ বল ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। আরেক ওপেনার কমলিনি অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ৮ রান করে বিদায় নেন তিনি।
তাদের উদ্বোধনী জুটিতে আসে ৩৬ রান। তৃষ্ণার সঙ্গে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে ফেরেন সানিকা চাল্কে। ৪টি চারে ২২ রানে ২৬ রান করেন সানিকা।
মানবকণ্ঠ/এসআরএস
Comments