
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৮ নভেম্বর প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এবছর মোট তিনবার ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। এর মধ্যে ২ মার্চ ও ৩১ অগাস্ট তালিকা হালনাগাদ করা হয়েছে। ৩১ অক্টোবর যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
দু’বারের হালনাগাদে নতুন ভোটাররা যুক্ত করা হয়, মৃত বা অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হয়। বর্তমানে ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখের বেশি। হালনাগাদে ২০০৭ সালের ৩১ অক্টোবরের জন্মদিন পূর্ণ করা নাগরিকরা প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পাবেন।
তফসিল অনুযায়ী খসড়া তালিকা প্রকাশ হবে ১ নভেম্বর, দাবি-আপত্তি ও সংশোধনের শেষ সময় ১৬ নভেম্বর, সব আবেদনের নিষ্পত্তি ১৭ নভেম্বর, এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর।
নির্বাচন কমিশন জানিয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশের পর আসনভিত্তিক ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও ভোটকক্ষসহ আনুষঙ্গিক তথ্য মুদ্রণ ও সিডি আকারে মাঠ পর্যায়ে পাঠানো হবে।
Comments