
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চালু হতে যাচ্ছে পরিবেশবান্ধব বৈদ্যুতিক শাটল কার (EV)। আগামীকাল শনিবার (২০ সেপ্টেম্বর) পরীক্ষামূলকভাবে ১৪ সিটের ৪টি বৈদ্যুতিক কার উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফ।
জানা যায়, বৈদ্যুতিক শাটল কারগুলো ফ্যাকাল্টি থেকে হল এবং মেইন গেট থেকে শুরু করে পুরো ক্যাম্পাসে যাতায়াতের জন্য ব্যবহৃত হবে। প্রাথমিকভাবে যেকোনো দূরত্বের জন্য ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য কিস্তিতে কেনা হচ্ছে, যেখানে দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ মালিকানা পাবে। এই পদ্ধতিকে “আয় থেকে দায় শোধ” মডেল হিসেবে দেখা হচ্ছে, যা ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই কার্যকর হয়েছে।
আধুনিক ডিজাইনের এসব শাটলে রয়েছে ছাউনির ব্যবস্থা, যা যাত্রীদের রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা দেবে। পরিবেশবান্ধব ও শব্দহীন এই যানগুলো ক্যাম্পাসে একটি টেকসই যাতায়াত ব্যবস্থা গড়ে তুলবে। এই সেবার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সময় ও অর্থ সাশ্রয়ী এবং নিরাপদ চলাচল নিশ্চিত হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও সুবিধাজনক করবে।
ড. মোহাম্মদ আবদুর রউফ বলেন, "এসব গাড়ি চালু করার নীতিগত সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিলো। আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নবীন বরণ অনুষ্ঠানে ভিসি স্যারসহ গন্যমান্য অতিথিদের উপস্থিতে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করার চেষ্টা চালাচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা সেদিন উদ্বোধন করবো। তবে পুরোপুরি গাড়ি চালু বা নিয়মিত সেবা শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে। কারণ ক্যাম্পাসে চার্জিং পয়েন্ট স্থাপন, জনবল নিয়োগ ও প্রশিক্ষণসহ অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি এখনও বাকি আছে।"
উল্লেখ্য, বৈদ্যুতিক শাটল কার সরবরাহ করছে DFSK Bangladesh-এর MA Enterprise। যারা বাংলাদেশের একমাত্র স্বীকৃত ইলেকট্রিক যানের ডিলার। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক যান ভাড়ার সফল সেবা দিয়ে আসছে। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৪ আসনবিশিষ্ট মোট ৪টি ইলেকট্রিক যান চালু করা হবে। যানগুলো ক্যাম্পাসের অভ্যন্তরে চক্রাকারে চলাচল করবে এবং শিক্ষার্থীদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ টাকা।
Comments