
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পিআর আজগুবি। এটা খায় নাকি মাথায় দিয়ে ঘুমায়, এটা কেউ বলতে পারবে না। পিআর হচ্ছে নির্বাচনকে বানচাল করে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করে দেওয়া। নির্বাচনকে যারা বাতিল করতে চায় আমরা তাদের অস্তিত্ব রাখবো না। আমাদের যাওয়ার ও হারানোর কিছু নেই।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিশ্বের বিভিন্ন আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছে। স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানীদের বিরুদ্ধে নারীরা লড়েছে। আজ নারীরা যুদ্ধের ময়দানে থাকছে, পুলিশের পোশাক পড়ে দায়িত্ব পালন করছে। নারীরা মাঠে নামলে ঝড়, বৃষ্টি ও তুফান কোনো কিছু থামাতে পারে না। নারীরা ঐক্যবদ্ধ হয়ে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে।
Comments