Image description

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর মধ্যে ছয়জন পুরুষ এবং ছয়জন নারী। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে রোববার (২১ সেপ্টেম্বর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে ২০২৫ সালে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে, এবং মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪১ হাজার ৮৩১ জনে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে, ১৬৫ জন। এছাড়া, ঢাকা বিভাগে ১৪৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ৫২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, সিলেট বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ৩ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬৮৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৩৯ হাজার ৬৩১ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষ করে বর্ষা মৌসুমে মশার প্রজনন বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশার কামড় থেকে সুরক্ষা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পরামর্শ দিয়েছেন।