Image description

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এক চাঞ্চল্যকর ঘটনায়, সম্পর্ক জোড়া লাগাতে রাজি না হওয়ায় এক যুবক তার সাবেক প্রেমিকার ওপর স্কুটি চালিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোরের কল্পনা নগর এলাকায় এই ঘটনা ঘটে, যা এনডিটিভি জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী সম্প্রতি অভিযুক্ত যুবকের সাথে তার সম্পর্ক ভেঙে দেন। কিন্তু যুবকটি তাকে ক্রমাগত হুমকি দিচ্ছিল এবং সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছিল। তরুণী তার প্রস্তাবে রাজি না হওয়ায় যুবকটি সহিংস হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং প্রাথমিক তদন্তে জানা যায়, দ্রুতগতির একটি অ্যাক্টিভা স্কুটার চালিয়ে ওই যুবক ইচ্ছাকৃতভাবে রাস্তায় থাকা তরুণীটিকে আঘাত করে। নিজেকে রক্ষা করার জন্য তরুণী তার সাবেক প্রেমিকের দিকে পাথর ছুঁড়ে মারেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত যুবক দ্রুতগতিতে স্কুটি চালিয়ে তাকে আঘাত করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী হীরানগর থানায় অভিযোগ দায়ের করেন। তার বক্তব্যের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে হামলা, ভয় দেখানো এবং ইচ্ছাকৃত ক্ষতির মামলা দায়ের করেছে। 
 
তদন্তে জানা গেছে, ওই ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে বিভিন্ন থানায় সাতটি ফৌজদারি মামলা আছে।
 
হীরানগরের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা অভিযুক্তকে শনাক্ত করেছি এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড নিশ্চিত করেছি। খোঁজ শুরু করা হয়েছে, শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।’