শুধু হাতের পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়নি : ফয়জুল করীম

ফরিদপুরের সালথায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গণসমাবেশে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম তীব্র সমালোচনা করে বলেছেন, “ধর্ষণ, চুরি-লুটপাট ও চাঁদাবাজি এর নাম রাজনীতি নয়, এটা জুলুম ও ডাকাতি তন্ত্র।” তিনি বলেন, গত ৫৩ বছরে ক্ষমতাসীনরা দেশের সম্পদ লুটপাট করে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে এবং রাষ্ট্রের প্রতিটি খাতকে ধ্বংস করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সালথা উপজেলা সদরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করীম বলেন, “আওয়ামী লীগ সরকার নেই, প্রধান বিচারপতি নেই, ডিজিএফআই-এনএসআই প্রধান নেই, পুলিশের আইজি নেই, এমনকি বায়তুল মোকাররম মসজিদের ইমামও নেই। এটাকে কি রাষ্ট্র বলা যায়? রাষ্ট্রের একটি কুকুরও যদি না খেয়ে মারা যায়, তবে সরকারকে জবাব দিতে হবে।”
তিনি আওয়ামী লীগ ও বিএনপির কড়া সমালোচনা করে বলেন, “আমরা আয়ুব খান, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের শাসন দেখেছি। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। আগে একদল চাঁদাবাজি ও ধর্ষণ করেছে, এখন আরেক দল করছে। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়নি।”
তিনি আরও বলেন, “চোর-ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চাই না। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। চোরের বদলে চোর বা ডাকাতের বদলে ডাকাত ক্ষমতায় এলে হবে না। পরিবর্তন আনতে হলে ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে।”
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, “নির্বাচন কমিশন বলছে পিআর পদ্ধতি সংবিধানে নেই। আমি বলব, আপনি নিজেও সংবিধানে নেই। সংবিধানে বলা আছে, সরকার পরিবর্তনের তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু আপনারা সংবিধান লঙ্ঘন করে তিন মাস পর নিয়োগ পেয়েছেন। অথচ সংবিধানের কথা বলছেন।”
আদালতের অবস্থা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আদালতগুলোর অবস্থা খুবই খারাপ। ক্ষমতাসীন দলের দিকে তাকিয়ে বিচারকরা রায় দেন। এটা আদালত হতে পারে না। সরকারি দলে থাকলে হাজারো খুন করেও পার পাওয়া যায়। আর বিরোধী দলে থাকলে নির্দোষ হলেও জেলে মরতে হয়।”
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মাদ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী, ফরিদপুর-২ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন, শাকপালদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল মুরাদ প্রমুখ।
Comments