Image description

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, এস আলমের টাকা শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন, দেশের অনেক রাজনৈতিক দলের নেতারা এই টাকায় ব্যবসা করছেন এবং ব্যক্তিগত সুবিধা ভোগ করছেন। তিনি বলেন, এই টাকায় নেতারা তাদের সন্তানদের বিদেশে পড়াশোনা করাচ্ছেন। তিনি দেশের মানুষকে ১৭৫৭ সালের পলাশীর ষড়যন্ত্রের কথা স্মরণ করে মীর জাফর, উর্মিচাঁদ, ঘোষেটি বেগম ও জগৎশেটের মতো আধুনিক গাদ্দারদের চিহ্নিত করার আহ্বান জানান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মানিকগঞ্জের শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এবি পার্টির জুলাই গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা এবি পার্টির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, জুলাই শহীদ সাদের পিতা সফিকুল ইসলাম, জুলাই যুদ্ধা রমজান মাহমুদ ও আসাদুল্লাহ প্রমুখ।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, “যারা এস আলমের টাকায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে ফিরিয়ে আনতে চায় এবং জুলাই শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে চায়, তাদের চিহ্নিত করতে হবে। তারা বাংলাদেশের মানুষ নয়।” তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের স্বার্থে কোনো শত্রুপক্ষের সঙ্গে আপস করা হবে না, তা দিল্লির আধিপত্য হোক বা অন্য কোনো রূপে আসুক।

তিনি জুলাই সনদের প্রস্তাব তুলে ধরে বলেন, ৩০০ আসনের মধ্যে ২০০ আসনে সরাসরি ভোট এবং বাকি ১০০ আসনে পিআর (প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলেও এবি পার্টি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবে।

এই গণসমাবেশে এবি পার্টির নেতাকর্মীরা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।