Image description

লা লিগায় শনিবার রাতে মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদ ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টানা সাত জয়ের পর এই প্রথম হারল রিয়াল। 

তিনদিন আগে রায়ো ভায়েকানোর বিপক্ষে হ্যাটট্রিক করা জুলিয়ান আলভারেজের জোড়া গোল আতলেতিকোর বড় জয়ে অবদান রাখে। প্রথমার্ধের খেলা শেষে স্কোর লাইন ছিল ২-২। রিয়ালের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে একটি গোল করলেও তা যথেষ্ট হয়নি দলের বড় হার এড়ানোর জন্য।