বিসিবি নির্বাচনে তামিমের অংশ নেওয়া অনিশ্চিত, হাইকোর্টের নির্দেশে ১৫ ক্লাব বাদ

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পর্যবেক্ষণের জেরে নতুন করে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। হাইকোর্টের নির্দেশে বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন থেকে ১৫টি ক্লাবকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সংশ্লিষ্ট ক্লাবও রয়েছে।
তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর এবং গুলশান ক্রিকেট ক্লাবের সহ-সভাপতি হিসেবে বোর্ডের নির্বাচনে সক্রিয় ছিলেন। তবে হাইকোর্টের আদেশে গুলশান ক্রিকেট ক্লাব ও ওল্ড ডিওএইচএস ক্লাবের মতো পরিচিত নামসহ মোট ১৫টি ক্লাবের কাউন্সিলররা নির্বাচনে অংশ নিতে পারবেন না।
বাদ পড়া অন্য ক্লাবগুলো হলো: এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমী, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমী, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমী, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমী, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব এবং আলফা স্পোর্টিং ক্লাব।
এই ক্লাবগুলোর কাউন্সিলরশিপ নিয়ে শুরুতে বিতর্ক ছিল। খসড়া ভোটার তালিকায় তাদের রাখা হয়নি, পরে ক্লাব কর্তাদের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তাদের কাউন্সিলরশিপ ফিরিয়ে দেয়। মনোনয়ন গ্রহণ ও বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এখন আদালতের নির্দেশে তাদের বাদ পড়তে হলো।
ভাইকিংস ক্রিকেট একাডেমীর কাউন্সিলর হিসেবে ইফতেখার রহমান মিঠুরও বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু হাইকোর্টের আদেশের পর তিনিও বিপাকে পড়েছেন।
আদালতের এমন নির্দেশের পর নির্ধারিত সময়ে অর্থাৎ ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন বাদ পড়া ক্লাবগুলো কোনো আইনি পদক্ষেপ নেয় কি না, সেটাই দেখার বিষয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে ২৫ জন মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে ঢাকা-৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে ৩২ জন এবং ক্যাটাগরি ৩ থেকে ৩ জন মনোনয়ন নিয়েছেন।
উল্লেখ্য, বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন ৭১ জন কাউন্সিলরের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক নির্বাচিত হন। ক্লাব ক্যাটাগরিতে ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে একজন পরিচালক নির্বাচিত হন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে সভাপতি নির্বাচন করা হয়।
Comments