Image description

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল । তিনি বলেন, বরং সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে বরিশাল নগরের শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র থেকে প্রধান উপদেষ্টার দেওয়া আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যকে তিনি ‘তাত্ত্বিক’ (থিউরিটিক্যাল) হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “এই বিষয়ে যা বলা হয়েছে, তা বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

শঙ্কর মঠ পরিদর্শনের সময় আইন উপদেষ্টা জোর দিয়ে বলেন, সরকার সকল নাগরিকের শান্তিপূর্ণ ও নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, “পাহাড়ি, বাঙালি বা অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদের দেয়াল তুলে দেওয়া ঠিক নয়। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। যারা এই ঐক্যের পথে বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।”

বরিশাল সার্কিট হাউসে পৌঁছে আসিফ নজরুল নতুন বাজারসংলগ্ন শঙ্কর মঠ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি বলেন, “দুর্গোৎসব উদযাপনে অপশক্তির বিভিন্ন ষড়যন্ত্র থাকতে পারে। আমরা এ বিষয়ে সতর্ক রয়েছি। তবে সারা দেশে দুর্গোৎসব আনন্দের সঙ্গে পালিত হচ্ছে। ধর্মীয় অনুষ্ঠান পালনে প্রত্যেকের সমান অধিকার রয়েছে।”

এ সময় আইন উপদেষ্টার সঙ্গে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্যসচিব লিমন শাহা কানুসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুলের এই বক্তব্য আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সরকারের অবস্থানকে আরও স্পষ্ট করেছে। সরকারের এই কঠোর নীতির ফলে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি কীভাবে এগোবে, তা নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে।