ফেনীতে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে আবদুল আউয়াল মিন্টু
গণতন্ত্র প্রতিষ্ঠায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনীর কৃতি সন্তান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, “দেশের মালিকানা নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।” তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে জেলা ও সংসদীয় আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার বিকালে রাজাপুর বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, “বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা গর্বিত। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করে দলকে সুসংগঠিত রেখেছেন। গত ১৫ বছরে বিএনপি ভাঙার জন্য পতিত সরকার সব ধরনের চেষ্টাই করেছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থেকে তাদের বিরুদ্ধে লড়াই করেছি।”
গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলনের সাফল্য
আবদুল আউয়াল মিন্টু বলেন, “গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদী শাসনের অন্যায়, অপকর্ম ও লুটপাটের বিরুদ্ধে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। এই সংগ্রামে একটি সরকারের পতন ঘটেছে, তাদের অনেকে দেশ ছেড়ে পালিয়েছে। এটি আমাদের প্রাথমিক বিজয়। তবে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্কতা
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা যাবে না। প্রয়োজনে আমরা আবার লড়াই করবো, যুদ্ধ করবো। দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানের বিবরণ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মনসুর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন মিস্টার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, দাগনভুইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আকবর হোসেন ও সদস্য সচিব কামরুল উদ্দিন। এছাড়া ইউনিয়ন বিএনপি নেতা হাজী রফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, যুবদল নেতা নিজাম উদ্দিন ভূঞা হুদনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অন্যান্য কার্যক্রম
অনুষ্ঠানের আগে আবদুল আউয়াল মিন্টু রাজাপুরের বিএনপি নেতা মরহুম নিজাম উদ্দিন বাচ্চুর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন। সন্ধ্যায় তিনি দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
Comments