বিএনপি ক্ষমতায় এলে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান বাড়বে: শহিদুল ইসলাম বাবুল

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এর ফলে প্রান্তিক মানুষের জীবনমান উন্নত হবে এবং দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলার কাঠপট্টি এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম বাবুল বলেন, “নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ। দীর্ঘ স্বৈরশাসনের পর মানুষ এখন মুক্ত চিন্তার পরিবেশ ফিরে পেয়েছে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল, যেখানে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।”
তিনি আরও বলেন, “আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। আমাদের লক্ষ্য শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা। এই নীতি জনগণকে আবারও ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ করবে।” তিনি জোর দিয়ে বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বিএনপির অগ্রাধিকার তালিকার শীর্ষে থাকবে। তিনি আরও উল্লেখ করেন, “টেকসই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমেই দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব।”
মতবিনিময় সভায় সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম আহ্বায়ক কে এম আবু সায়িদসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবকন্ঠ ও এশিয়ান টেলিভিশনের তানভীর তুহিন, বাংলা টিভির মো. নুরুল ইসলাম, দৈনিক ইনকিলাবের কবির হোসাইন, আমাদের সময়ের প্রভাত কুমার সাহা, দ্যা ডেইলী সানের সাইদুর রহমান লাবলু, সমকালের সাব্বির হাসান, মানবজমিনের শিমুল তালুকদার, দৈনিক কালবেলার মিজানুর রহমান, আনন্দ টিভির রাকিবুল ইসলাম, চ্যানেল এস এর তোফাজ্জেল হোসেন টিটু, ভোরের ডাকের আবুল বাসার মিয়া, দৈনিক চৌকসের জাহিদ হাসান স্বজল এবং সকালের সময়ের রানা অর্নব।
Comments