Image description

ইয়েমেনি সামরিক বাহিনী ইসরায়েলের ওপর নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। গাজায় ইসরায়েলের চলমান বর্বর হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী, রামলা, বে’র ইয়াকোভ, লড, রেহোভত, মোদিইন, লাচিশ এবং পশ্চিম তীরের কিছু স্থানে সাইরেন বেজে ওঠে। কেন্দ্রীয় অঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে, যা সম্ভবত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র আটকানোর প্রচেষ্টার ফল।

এই হামলার কারণে বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। হামলায় সরাসরি কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, বহু বসতি স্থাপনকারী আতঙ্কে বোম-শেল্টারে আশ্রয় নেন। পরে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে যে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আটকাতে সক্ষম হয়েছে।

ইয়েমেনি বাহিনী জানিয়েছে, গাজায় ইসরায়েলের ভূমি ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান চালিয়ে যাবে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে সংবেদনশীল লক্ষ্যগুলোতে আঘাত করা হয়েছে বলেও তারা জানায়।

ইসরায়েলের চলমান হামলায় গাজার ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। 

সূত্র: প্রেস টিভি