
বছর কয়েক আগেও ওয়ানডেতে বিশ্বের যেকোনো দলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতো বাংলাদেশ। বাকি দুই ফরম্যাটের তুলনায় ৫০ ওভারের ক্রিকেটে জয়ের হারও বেশি ছিল টাইগারদের। তবে এখন সেই ওয়ানডেতেই জিততে ভুলে গেছে বাংলাদেশ। টানা হারে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ানডে র্যাংকিংয়ের সেরা আট দল। পাশাপাশি স্বাগতিক তিন দল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা র্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা ৯ দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯ এর মধ্যে থাকতে হবে।
বর্তমানে বাংলাদেশ আছে দশ নম্বরে। তাদের নামের পাশে আছে ৭৬ রেটিং পয়েন্ট। বাংলাদেশের উপরে রয়েছে ৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ (নবম) এবং ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ড (অষ্টম)। ইংল্যান্ডকে টপকানো বেশ কঠিন হলেও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলা এখনো সম্ভব।
কাগজে-কলমে সম্ভাবনা থাকলেও সমীকরণ অনেকটাই কঠিন। আফগানিস্তান সিরিজ শেষে এই মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে পারলে ক্যারিবিয়ানদের টপকে নয় নম্বরে উঠে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।
তবে ওয়েস্ট ইন্ডিজ এরপরও আরও বেশ কয়েকটি ম্যাচ খেলবে অন্য দলের বিপক্ষে। সেই ম্যাচগুলোতে ভালো করলে তখন আবারও বাংলাদেশের সামনে চলে আসবে তারা। তাই এখনই নিশ্চিত করে কিছু বলা না গেলেও, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।
Comments