Image description

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। ফাইনালে ৮ উইকেটের বড় ব্যবধানে খুলনা বিভাগকে হারিয়েছে আকবর আলির দল। দলটির হয়ে ফাইনালে ব্যাটে-বলে পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন নাসির হোসেন।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে খুলনা বিভাগ। তাদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন মোহাম্মদ মিঠুন। জবাবে ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।

ছোট লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার নাসির হোসেন ও জাহিদ জাভেদের ব্যাটে উড়ন্ত সূচনা পায় রংপুর। ২৪ বলে ২৭ রান করে জাভেদ ফিরলে ভাঙে ৬১ রানের উদ্বোধনী জুটি।

নাসির দ্বিতীয় উইকেটে আরেকটি জুটি গড়েন অভিজ্ঞ নাঈম ইসলামের সঙ্গে। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন আরও ২৩ রান। নাসির হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে থেকে আউট হয়েছেন। ৩১ বলে ৪৬ রান করে।

এরপর নাইম ও অধিনায়ক আকবর মিলে রংপুরকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তৃতীয় উইকেটে এ দুজনে অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি গড়েন। নাঈম ৩২ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। আকবর অপরাজিত ছিলেন ১৫ বলে ১৯ রান করে।

এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় খুলনা। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন মোহাম্মদ ইমরানুজ্জামান। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি এনামুল হক বিজয়। রান আউটের শিকার হয়েছেন তিনি।

দ্রুতই ফিরেছেন সৌম্যও। সুবিধা করতে পারেননি আফিফ, শেখ পারভেজ জীবনরা। এরপর ১৩ বলে ২৪ রান করা মৃত্যুঞ্জয় কিছুটা প্রতিরোধ গড়লেও বড় ইনিংস খেলতে পারেননি। বাকিদের আসা-যাওয়ার মাঝেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেন মিঠুন। তার ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৪৪ রান করেন।