Image description

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ আন্তর্জাতিক শৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখাচ্ছে। পাশাপাশি চীনের সঙ্গে দেশটির গভীর অংশীদারত্ব তাদের বন্ধুত্বকে আরও স্পষ্ট করে তুলছে। চীনের ক্রমবর্ধমান সহযোগিতা প্রমাণ করেছে, তারা রাশিয়ার পরাজয় দেখতে চায় না। 

ইউক্রেনের যুদ্ধ জিইয়ে রেখে চীন-রাশিয়া পশ্চিমা শক্তিকে দুর্বল করে তুলতে চায়।

চীন নানাভাবে রাশিয়াকে সহায়তা করছে। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করতে সহায়তা করার জন্য রাশিয়াকে স্যাটেলাইট ডেটাও সরবরাহ করেছে দেশটি।

গত মে মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছিলেন, চীন কার্যকরভাবে ইউক্রেনকে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে। তারা মস্কোর জন্য সামরিক সরঞ্জামের সরবরাহ লাইন খোলা রেখেছে। তার অভিযোগ ছিল, চীন এখন রাশিয়ার জন্য উন্মুক্ত। রাশিয়ার ভূখণ্ডে সামরিক সরঞ্জাম উৎপাদনেও চীনা প্রকৌশলীরা জড়িত।

ইউক্রেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ওলেহ আলেকজান্দ্রভের মতে, ইউক্রেনীয় ভূখণ্ডের স্যাটেলাইট তথ্য হাতিয়ে নিতে মস্কো ও বেইজিংয়ের মধ্যে উচ্চ স্তরের সহযোগিতা রয়েছে। ইউক্রেনীয় সংবাদমাধ্যম মিলিটার্নির মতে, গত ৫ অক্টোবর রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল বহর নামায় ইউক্রেনে। হামলার সময় ইয়াওগান-৩৩ সিরিজের অন্তত তিনটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট পশ্চিম ইউক্রেনের ওপর দিয়ে উড়ে যেতে দেখা গেছে।