Image description

চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার ভেতর ছাত্রদলের এক নেতার হাতে লাঞ্ছনার শিকার হয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন। সোমবার বিকেলে থানার ডিউটি অফিসারের কক্ষে এই ঘটনা ঘটে। এ সময় পাশের কক্ষেই ছিলেন থানার ওসি মজিবুর রহমান। পরে তাঁর ধাওয়ায় ইব্রাহিম হোসেন তারেক নামের ছাত্রদলের ওই নেতা পালিয়ে যান।

উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন বলেন, ‘ছেলেটার থানায় জিডি করতে এসে পুলিশকে গালাগালি করছিলো। আমি তাকে মানা করলে সে আমার সঙ্গেও বাজে আচরণ করে।’

স্থানীয়দের কাছে তিনি জেনেছেন, ওই ছেলের মানসিক সমস্যা আছে। তবে কখনও সে ছাত্রদলে ছিলো না বলেও দাবি করেন। 

তবে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফ আলী ঝিকু জানিয়েছেন, ইব্রাহিম হোসেন তারেক ছাত্রদল কোন পদে না থাকলেও ছাত্রদলের সক্রিয় ছিলো। চার-পাঁচমাস আগে থেকে সংগঠনের পদের জন্য ঘোরাঘুরি করেছে। উন্মাদনার জন্য তাকে পদ দেওয়া হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে ইব্রাহিম হোসেন তারেকের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন দেখা করতে এসেছিলেন। ওই সময় থানায় জিডি করতে আসা ছেলেটা তাঁকে গালাগালি করে মারতে উদ্যত হয়। পরে পুলিশের তাড়ায় সে থানা থেকে বেরিয়ে যায়।