
২০তম দল হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফলে ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে।
এশিয়া এবং পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্ব থেকে নেপাল এবং ওমানের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছিল আগেই। এবার তৃতীয় দল হিসেবে এই অঞ্চল থেকে বিশ্বকাপে চলে গেল আরব আমিরাত। ওমানে চলছে বাছাইপর্বের খেলা। জাপানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে আমিরাত। তাদের এই জয়ের ফলে জাপানের পাশাপাশি সামোয়া এবং কাতারের বিশ্বকাপ খেলার আশাও শেষ হয়ে গেল। বিশ্বকাপে খেলতে জাপানের জয়ের প্রার্থনা করছিল তারা।
কিছুদিন আগেই বাংলাদেশকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপে জয় পেয়েছে ওমানের বিপক্ষেও। এই নিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেল আমিরাত। এর আগে ২০১৪ এবং ২০২২ সালে বিশ্বকাপে খেলেছিল তারা। ২০২৪ বিশ্বকাপে খেলা হয়নি, তবে ২০২৬ বিশ্বকাপে আবারও ফিরছে সংযুক্ত আরব আমিরাত।
আসন্ন বিশ্বকাপে প্রথমবারের মত খেলতে যাচ্ছে ইউরোপ অঞ্চল থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করা ইতালি। ২০২৪ সালের আসরে প্রথমবার বিশ্বকাপ খেলা উগান্ডা এবার নেই। সব ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত এবং শ্রীলঙ্কায় আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল :
ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউ জিল্যান্ড, পাকিস্তান, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত।
Comments