Image description

অস্ট্রেলিয়া সফরে নিজেদের প্রথম ওডিআই ম্যাচে হার দিয়ে শুরু করল ভারতীয় দল। রবিবার পার্থ স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরেছে ভারত। এই পরাজয়ের ফলে সিরিজ জিততে হলে ভারতকে পরের দুটি ম্যাচেই জিততে হবে, যা দলের উপর চাপ বাড়িয়েছে।

বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারতীয় দল ২৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন, যা তাদের পক্ষে সঠিক প্রমাণিত হয়। ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন; রোহিত শর্মা ৮, বিরাট কোহলি ০, শুবমান গিল ১০ এবং শ্রেয়াস আইয়ার ১১ রান করে দ্রুত আউট হয়ে যান। মিডল অর্ডারে অক্ষর প্যাটেল ৩১ এবং কে এল রাহুল ৩৮ রান করে কিছুটা লড়াই করলেও, বড় স্কোর গড়া সম্ভব হয়নি।

ডাকওয়ার্থ-লুইস নিয়মে অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় ১৩১ রান। এই রান তুলতে অসিদের কোনো সমস্যাই হয়নি। তারা ২১.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে ম্যাচ জিতে নেয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ওপেন করতে নেমে ৫২ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। ট্রেভিস হেড ৮ এবং ম্যাথিউ শর্টও ৮ রান করে আউট হলেও, জশ ফিলিপে ২৯ এবং ম্যাট রেনশ ২১ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ভারতীয় বোলাররা অল্প রানের মধ্যে অস্ট্রেলিয়ার ব্যাটারদের আটকে রাখতে পারেননি।

চোট-আঘাতের কারণে অস্ট্রেলিয়ার প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার এই সিরিজে খেলতে পারছেন না। প্রায় দ্বিতীয় সারির অস্ট্রেলিয়া দলের কাছে এই হার ভারতীয় দলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।