
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়লাভের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্কোয়াডে পরিবর্তন এনেছে। সিরিজের বাকি দুই ম্যাচের জন্য বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে দলে যুক্ত করা হয়েছে।
মিরপুরে অনুষ্ঠিত প্রথম ম্যাচে স্পিনাররা বাড়তি সুবিধা পেয়েছিলেন। টিম ম্যানেজমেন্ট ধারণা করছে যে, পরবর্তী দুই ম্যাচেও একই ধরনের স্পিন সহায়ক উইকেট থাকবে। তাই স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করতে নাসুম আহমেদকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩০ বছর বয়সী এই স্পিনার এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে খেলে ১৬ উইকেট নিয়েছেন, যেখানে তার ইকোনমি রেট ৪.৪৮। তিনি সবশেষ ২০২৪ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন। ধারাবাহিক পারফরম্যান্স এবং নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য পরিচিত নাসুম আবারও জাতীয় দলে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন।
তিন ম্যাচের এই সিরিজে বর্তমানে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে আগামী ২১ ও ২৩ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে প্রতিটি ম্যাচ এখন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে বাকি দুই ম্যাচেও জয় নিশ্চিত করতে টাইগাররা দৃঢ়প্রতিজ্ঞ। নাসুম আহমেদের অন্তর্ভুক্তিতে দলের স্পিন আক্রমণ আরও সমৃদ্ধ হলো, যা ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের প্রধান অস্ত্র হতে পারে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
Comments