Image description

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪৫ জনে। একই সময়ে নতুন করে ৯৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই বিভাগেই সর্বাধিক ১৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়াও, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫৪ জন, ঢাকা বিভাগে ১৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৮ জন, রাজশাহী বিভাগে ৮৩ জন, খুলনা বিভাগে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন এবং রংপুর বিভাগে ২০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সর্বোচ্চ ১২২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া বরিশাল বিভাগে ৩৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১১ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ৭ জন এবং ঢাকা বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।