শাহজালাল অগ্নিকাণ্ডে পুড়েছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জামসহ বিপুল পণ্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গত শনিবার (১৮ অক্টোবর) সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১৮ টন মূল্যবান সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। রাশিয়ার থেকে আসা এসব সরঞ্জাম গত ৬ দিন আগে দেশে পৌঁছায় এবং রোববার খালাস হওয়ার কথা ছিল। মমতা ট্রেডিং কোম্পানি নামে সংশ্লিষ্ট সিএন্ডএফ প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও, অগ্নিকাণ্ডে স্কয়ার ফার্মা, ওয়ালটনসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের আমদানি করা পণ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিমানবন্দরের কার্গো সেকশনে গত শনিবার দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, সিভিল অ্যাভিয়েশন, বিমানবাহিনী এবং নৌবাহিনী সদস্যরা আগুন নিয়ন্ত্রণে যোগ দেন। দীর্ঘ ৭ ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর রাত সোয়া ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, অতিরিক্ত বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। কার্গো রাখার স্থানগুলো খোপ খোপ হওয়ায় আগুন নেভাতে সময় লেগেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।
এদিকে, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে গিয়ে আনসারের ১৭ জন সদস্য এবং ফায়ার সার্ভিসের ২ জন সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, অগ্নিকাণ্ডের প্রায় ২২ ঘণ্টা পর রোববার বিজিএমইএ এবং বিকেএমইএ-এর প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বন্ড বহির্ভূত আমদানি পণ্য খালাস বন্ধ থাকে। কুরিয়ারে আসা ডকুমেন্টস শনিবার অর্ধদিবস এবং অন্য ৫ দিন খালাস হয়। পুরো খালাস প্রক্রিয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা সিভিল অ্যাভিয়েশন তদারকি করে।
Comments