
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে দেশের শিক্ষাব্যবস্থার নিম্নমানের জন্য রাজনীতিবিদরাই দায়ী। সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে 'বিশ্ববিদ্যালয় পরিক্রমা' নামের একটি শিক্ষাবিষয়ক ম্যাগাজিনের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, শুধুমাত্র অতি মেধাবী ছাত্রছাত্রীদের জন্য উচ্চশিক্ষা রাখা উচিত, আর সাধারণ ছাত্রছাত্রীদের বেশির ভাগের জন্য ভোকেশনাল ও টেকনিক্যাল ট্রেনিং ব্যবস্থার প্রচলন করতে পারলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে।
তিনি আরও বলেন, বিএ বা এমএ পাস করার পর ছাত্রছাত্রীরা কাজ পান না, কারণ এই ডিগ্রিগুলো চাকরি দিতে পারে না। কিন্তু যদি কেউ বিএসসি পাস করতেন বা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা নিতে পারতেন, তবে তার চাকরি কেউ আটকাতে পারত না। বর্তমানে কারিগরি শিক্ষার ব্যবস্থা, ইনস্টিটিউট বা ভোকেশনাল সেন্টারগুলোর অভাব রয়েছে বলেও তিনি মনে করেন।
মির্জা ফখরুল তার বক্তব্যে বলেন, রাজনীতিবিদরাই একটি দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করেন। একজন রাজনৈতিক নেতা যেমন জাতিকে উচ্চ শিখরে নিয়ে যান বা পথ তৈরি করেন, আবার কেউ নিচে নামিয়ে আনেন বা পথ নষ্ট করেন। দেখার বিষয় হলো, কে জ্ঞান ও গরিমায় রাজনীতিকে সমৃদ্ধ করতে চায় আর কে কেবল নিজের স্বার্থে রাজনীতিকে ব্যবহার করতে চায়।
তিনি পরিশেষে বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশকে সুন্দর করে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে, কিন্তু রাজনীতিবিদদের বিভাজনের কারণে সেটি নষ্ট হচ্ছে।
Comments