ইসকন কর্তৃক দেশব্যাপী মুসলিম নারী ধর্ষণ ও ইমাম গুমের প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে রুয়েট কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে তালাইমারী ঘুরে প্রধান ফটকে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা, 'শাহজালালের বাংলায়, ইসকনের ঠাঁই নাই', 'ব্যান ব্যান, ইসকন ইসকন', 'ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী', 'গুম খুন ধর্ষণ, ইসকন ইসকন', 'ধর্ষক কে ধর্ষক কারা, ধর্ষক মোদির সন্তানেরা', 'ভারতের আগ্রাসন রুখে দাঁড়াও জনগণ', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'ধর্ষকদের শাস্তি কী, পাথর মেরে হত্যা', প্রভৃতি স্লোগান দেয়।
রুয়েট শিক্ষার্থীরা বলেন, "ইসকন শুধু বাংলাদেশের মুসলিমদের শত্রু নয়, ইসকন বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি, ইসকন এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবার শত্রু। আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়তে চাই। সন্ত্রাসী ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সীমা অনেক লম্বা, আবরার হত্যার প্রধান আসামি অমিত সাহা ইসকনের সদস্য। অ্যাডভোকেট আলিফ হত্যার সাথে ইসকন জড়িত, ইসকনকে ৭২ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। টঙ্গীর মসজিদের ইমামকে গুম করেছে, ইমামকে পঞ্চগড়ে হাতে পায়ে শিকল বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ১৩ বছরের মুসলিম মেয়েকে ধর্ষণ করেছে। ধর্ষকদের অবিলম্বে ফাঁসি দেওয়া হোক।"


Comments