একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি সিমকার্ড নিবন্ধনের সীমা কার্যকর করতে কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশন জানিয়েছে, আগামী ৩০ অক্টোবরের পর থেকে কোনো এনআইডিতে ১০টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।
সম্প্রতি বিটিআরসি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রাহকরা এই সময়ের মধ্যে নিজেদের পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। সময়সীমা শেষ হলে, কমিশন দৈবচয়নের (র্যান্ডম সিলেকশন) মাধ্যমে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে, যা কম্পিউটার অ্যালগরিদম দ্বারা পরিচালিত হবে।
গ্রাহকরা *16001# ডায়াল করে তাদের এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে পারবেন।
অবৈধ সিম ব্যবহার, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিটিআরসি জানিয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে ১৮ কোটি ৬২ লাখ সক্রিয় সিম থাকলেও প্রকৃত মোবাইল গ্রাহক মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৩ শতাংশ গ্রাহক ১১টির বেশি সিম ব্যবহার করেন।



Comments