Image description

মালদ্বীপের পর্যটন দ্বীপ সেনটারা গ্র্যান্ড রিসোর্টে মো. রাসেল (৩৮) নামে এক বাংলাদেশি প্রবাসী ব্রেইন স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। শনিবার সকালে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাসেল প্রতিদিনের মতো সকালে শারীরিক অনুশীলনের জন্য জিমে গিয়েছিলেন। ব্যায়াম করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে সহকর্মীরা তাকে রিসোর্টের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাসেল ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার জয়ধরখালি গ্রামের ফকির বাড়ির প্রয়াত মফিজ উদ্দিন ফকিরের কনিষ্ঠ ছেলে। তিনি বিবাহিত ছিলেন, তবে নিঃসন্তান। ভাই-বোনদের মধ্যে রাসেল ছিলেন সবার ছোট।