Image description

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ও তার স্ত্রী সামিরা হককে কেন্দ্র করে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন বর্ষীয়ান পরিচালক ছটকু আহমেদ। 'স্বপ্নের রাজকুমার' শিরোনামের এই সিনেমাটি সালমান-সামিরার প্রেমের গল্পের ওপর ভিত্তি করে তৈরি হওয়ার কথা ছিল। তবে সালমানের মা নীলা চৌধুরীর আপত্তির কারণে সিনেমাটির কাজ স্থগিত করা হয়েছে।

পরিচালক ছটকু আহমেদ জানিয়েছেন, সামিরা সিনেমাটি তৈরির জন্য সম্মতি দিয়েছিলেন। কিন্তু নীলা চৌধুরী ফোন করে জানান যে, সালমানকে নিয়ে কোনো সিনেমা নির্মাণ করা যাবে না এবং এ বিষয়ে তাদের আইনি ব্যবস্থা নেওয়া আছে। নীলা চৌধুরীর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি সিনেমাটির কাজ স্থগিত রেখেছেন।

১৯৯০ সালের ১২ জুলাই চট্টগ্রামের একটি ফ্যাশন শোতে সালমান ও সামিরার প্রেমের শুরু হয়েছিল। দুই বছর প্রেমের পর ১৯৯২ সালে তারা বিয়ে করেন। ছটকু আহমেদ আরও জানান, সালমানের জন্মদিনের আগে তার গল্পটির কথা মনে পড়ে এবং সালমান ও সোহানের স্মরণে তিনি সিনেমাটি তৈরির উদ্যোগ নিয়েছিলেন।

১৯৯৬ সালে সালমানের রহস্যজনক মৃত্যু হয়। সে সময় সামিরা এটিকে আত্মহত্যা বললেও, সালমানের পরিবার এটিকে হত্যাকাণ্ড দাবি করে আসছিল। ২৯ বছর পর গত ২০ অক্টোবর আদালত এ বিষয়ে হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন।