Image description

দক্ষিণ চীন সাগরে আধঘণ্টার ব্যবধানে মার্কিন সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই দুটি এয়ারক্রাফট মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ-এর অংশ ছিল। সৌভাগ্যক্রমে, যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত হলেও পাঁচ ক্রু সদস্যই জীবিত রয়েছেন এবং "সুরক্ষিত ও স্থিতিশীল অবস্থায়" আছেন বলে মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট জানিয়েছে। তবে অল্প সময়ের ব্যবধানে ঘটা এই ঘটনা মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা মানদণ্ড নিয়ে আবারও প্রশ্ন তুলেছে।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, রোববার বিকেলে ইউএসএস নিমিৎজ থেকে উড্ডয়ন করা এমএইচ-৬০আর সি হক হেলিকপ্টারের তিন ক্রু সদস্য এবং এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমানের দুই পাইলটকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। দুটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ইউএসএস নিমিৎজ তার শেষ মিশনে অংশ নিচ্ছে এবং পুরো গ্রীষ্মজুড়ে মধ্যপ্রাচ্যে অবস্থান করার পর এটি এখন ওয়াশিংটন অঙ্গরাজ্যের নেভাল বেস কিটস্যাপে ফিরে যাচ্ছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি জোরদার করতে নিমিৎজকে সেখানে পাঠানো হয়েছিল বলে রয়টার্স জানিয়েছে।

উল্লেখ্য, মার্কিন সামরিক বাহিনীর বিমানবাহী রণতরীতে দুর্ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান-এ পরপর কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, যদিও সেসব ঘটনায় কোনো নৌসেনা নিহত হননি।