Image description

মেটা কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপের জন্য সব ধরনের থার্ড পার্টি এআই অ্যাসিস্ট্যান্টের সুযোগ অবরুদ্ধ করেছে। চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি-এর মতো জেনারেল এআই চ্যাটবট অপারেশন এখন আর হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে পরিচালনা করা যাবে না। ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বিজনেস এপিআই নীতি আপডেটের মাধ্যমে মেটা এই পদক্ষেপ নিয়েছে। আপডেটে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং জেনারেটিভ এআই প্ল্যাটফর্মে বা সাধারণ প্রয়োজনে এআই অ্যাসিস্ট্যান্টের ডেভেলপারদের নিষিদ্ধ করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এর অর্থ হলো, হোয়াটসঅ্যাপে একমাত্র চ্যাটবট হিসেবে থাকবে শুধুই মেটা এআই। প্রযুক্তি বিশেষজ্ঞরা মেটার এই কঠিন সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, মেটা নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাসিস্ট্যান্টকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে যুক্ত করতে কাজ করছে এবং নিজস্ব এআই অ্যাসিস্ট্যান্টের প্রতিযোগিতা কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে। মেটা চাইছে না যে, হোয়াটসঅ্যাপের তিনশ কোটির বেশি গ্রাহকের বিশাল ভিত্তিকে তার প্রতিদ্বন্দ্বী এআই প্ল্যাটফর্মগুলো সহজেই ব্যবহার করার সুযোগ পাক। গবেষকরা বলছেন, মেটা অনাকাঙ্ক্ষিত প্রতিযোগিতা নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং ঠিক এমন কারণেই নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য 'ওয়ান অ্যাপ, ওয়ান অ্যাসিস্ট্যান্ট' নীতির কথা জানিয়েছে।