অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভারতীয় ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় তাকে সিডনির একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে পিটিআই জানিয়েছে।
শনিবার ম্যাচে অ্যালেক্স ক্যারির ক্যাচ নেওয়ার সময় আইয়ারের বাম পাঁজরে আঘাত লাগে। ড্রেসিংরুমে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সূত্র অনুযায়ী, গত দুই দিন ধরে তিনি আইসিইউতে আছেন এবং সংক্রমণ এড়াতে তাকে ২ থেকে ৭ দিন পর্যবেক্ষণে রাখা হবে।
বোর্ডের মেডিকেল টিম দ্রুত পদক্ষেপ নেওয়ায় তার অবস্থা এখন স্থিতিশীল, তবে চিকিৎসকরা এটিকে গুরুতর বলে উল্লেখ করেছেন। আইয়ারকে অন্তত এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে, এরপর তিনি ভারতে ফিরতে পারবেন। এই চোটের কারণে তার মাঠে ফিরতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে।




Comments