ভারতে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে আন্তর্জাতিক জুজুৎসু খেলোয়াড় এবং মার্শাল আর্ট কোচ রোহিণী কালামের মরদেহ। ৩৫ বছরের এই আ্যথলেট আত্মহত্যা করেছেন বলে ধারণা স্থানীয় পুলিশের। রোহিণী এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, রোহিণীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বোন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। যখন ঘটনাটি ঘটেছে, সেই সময় রোহিণীর মা-বাবা কেউই বাড়িতে ছিলেন না।
রোহিণীর বোন রোশনি জানান, মার্শাল আর্টের একটি বেসরকারি স্কুলে কোচিং করাতেন রোহিণী। চাকরি নিয়ে মানসিক চাপে ছিলেন তিনি। সকালেও ফোনে কোনো একজনের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন। এরপর নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
রোহিণী তার ক্যারিয়ার শুরু করেন ২০০৭ সালে। ২০১৫ সালে পেশাদার জুজুৎসু খেলা শুরু করেন। হ্যাংজুতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। বার্মিংহামের ওয়ার্ল্ড গেমসে একমাত্র ভারতীয় অ্যাথলেট হিসেবে অংশ নিয়েছিলেন। এশিয়ান জুজুৎসু চ্যাম্পিয়নশিপে একাধিক পদকও জিতেছেন।




Comments