Image description

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা অনশনে বসেছেন। রোববার সকাল থেকে শুরু হওয়া এই অনশন সোমবার ২৪ ঘণ্টা অতিক্রম করেছে।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ফেরদৌস রুমি, যিনি প্রথম অনশন শুরু করেন, তিনি বলেন, “দীর্ঘ দুই দশক ধরে বিএম কলেজে বাকসু নির্বাচন হচ্ছে না। এতে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, আমাদের একটাই দাবি— দ্রুত বাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।”

সোমবার তার সঙ্গে অনশনে যোগ দিয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী কেএম মাইনুল হক। তিনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলন করছি না। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এই অনশন শুরু করেছি। কলেজ কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ না নিলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।”

শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ বলেন, “১৯৫২ সালে বাকসু প্রতিষ্ঠিত হয়, কিন্তু ২০০৩ সালের পর থেকে বিএম কলেজে আর কোনো বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণা করা উচিত।”

অন্যদিকে কলেজের অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলাম অনশনের বিষয়ে বলেন, “আমরা ইতোমধ্যে নির্বাচন প্রক্রিয়ায় রয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই বাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে, তবে দু-একজন শিক্ষার্থী আলোচনায় একমত হতে না পেরে অনশনে বসে পড়েছে।”

অধ্যক্ষের এ বক্তব্যের পরও অনশনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়নের লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।