Image description

সাভারের আশুলিয়া থানা এলাকা থেকে এক বিদেশি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে আশুলিয়ার একটি বহুতল ভবনের তৃতীয়তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

মৃতের নাম সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫)। তিনি শ্রীলংকার নাগরিক এবং আশুলিয়ার ডিইপিজেড এলাকার তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিকালে মৃতের বন্ধুরা ফোন দিলে রিসিভ না করায় তাদের সন্দেহ হয়। পরে তারা তার ফ্ল্যাটে গিয়ে দরজা বন্ধ অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, খবর পেয়ে আমরা ওই বিদেশির লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্তে বিস্তারিত জানা যাবে।