Image description

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে উঠে গেল ভারতীয় নারী ক্রিকেট দল।

৩৩৮ রানের পাহাড় গড়েও জয় পায়নি অস্ট্রেলিয়া। ভারতের মাঠে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় অসিরা। ভারতের আগে ৩৩৯ রানের বিশাল স্কোর অতীতে কোনা দল টপকাতে পারেনি।

সেই দিক থেকে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। দলের ঐতিহাসিক জয়ে ১৩৪ বলে ১৪টি বাউন্ডারির সাহায্যে ১২৭ রানের অনবদ্য ইনিংস খেলেন জেমিমা রদ্রিগেজ। ৮৮ বলে ১০টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৮৯ রান করেন অধিনায়ক হারমানপ্রিত কৌউর।

নারীদের ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ৫ উইকেটে জয় পায় ভারত।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী অস্ট্রেলিয়া।

ব্যাটিংয়ে নেমে ২৫ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ওয়ান ডাউনে নামা অ্যালিসা প্যারিকে সঙ্গে নিয়ে ১৫৫ রানের পার্টনারশিপ গড়েন ওপেনার ফোবি লিচফিল্ড। 

দলের হয়ে সর্বোচ্চ ১১৯ রান করেন ফোবি লিচফিল্ড। তার ইনিংসটি ৯৩ বলে ১৭টি চার আর তিনটি ছক্কায় সাজানো।

এছাড়া ৮৮ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৭ রান করেন অ্যালিসা পেরি। ৪৫ বলে চারটি চার আর চারটি ছক্কার সাহায্যে ৬৩ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে অনন্য উচ্চতায় নিয়ে যান অ্যাশলে গার্ডনার।

এই তিন তারকার ব্যাটিং তাণ্ডবে ৪৯.৫ ওভারে ৩৩৮ রানের পাহাড় গড়ে অলআউট হয় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে দীপ্তি শর্মা ও শ্রী চারানি দুটি করে উইকেট শিকার করেন। 

গতকাল প্রথম সেমিফাইনালে ৭ উইকেটে ৩১৯ রানের পাহাড় গড়ে; ইংল্যান্ডকে ১৯৪ রানে গুঁড়িয়ে দিয়ে ১২৫ রানের বিশাল জয়ে ফাইনালে চলে যায় দক্ষিণ আফ্রিকা।

আজ অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারত।  

আগামী রোববার দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে বিশ্বকাপের এবারের আসরের স্বাগতিক ভারত।