Image description

দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আজ শনিবার (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য সীমিত আকারে খুলছে সেন্ট মার্টিনের দুয়ার। সেখানে রাত্রিযাপনের অনুমতি না থাকায় ভ্রমণপিপাসুদের আগ্রহ কমেছে। ফলে পর্যটক-খরার আশঙ্কায় জাহাজ চালানো শুরু না করার ঘোষণা দিয়েছেন মালিকরা।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বরে পর্যটকরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে। প্রতিদিন সেখানে যাওয়ার সুযোগ পাবেন মাত্র দুই হাজার ভ্রমণপিপাসু। তবে মানতে হবে সরকারি ১২ নির্দেশনা। দর্শনার্থীদের দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে। এত লম্বা দূরত্ব অতিক্রম করে সেদিনই ফিরে আসা সময়সাপেক্ষ ও ক্লান্তিকর। 

ফলে যাত্রী সংকটে পড়েছেন জাহাজ মালিকরা। প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত নভেম্বরে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। 

এ বিষয়ে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর গণমাধ্যমকে বলেন, ‘দিনে গিয়ে দিনে আসার যে সিদ্ধান্ত, সেটা আসলে একটা তামাশা করছে। পর্যটক ও পর্যটন শিল্পের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, ‘নভেম্বরে পর্যটকরা জাহাজে দিনে গিয়ে দিনে ফিরে আসবে। এবার অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে।’