নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারত। রোববার (২ নভেম্বর) নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় নারী দল।
এই বিশ্বকাপ জয় ভারতকে এনে দিয়েছে রেকর্ড পরিমাণ ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার প্রাইজমানি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। এই বিশাল অঙ্কের পুরস্কার ২০২২ সালের নারী বিশ্বকাপের চ্যাম্পিয়নের প্রাপ্তি থেকে প্রায় ২৩৯ শতাংশ বেশি এবং ২০২৩ সালের পুরুষদের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার পুরস্কারের থেকেও বেশি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই বিশ্বকাপে মোট ১৩.৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করেছিল, যা ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের ১০ মিলিয়ন ডলারের পুরস্কারের চেয়েও অনেক বেশি।
ফাইনালে পরাজিত হয়ে রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা পেয়েছে ২২ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ২৫ কোটি টাকা)। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পেয়েছে ১.১২ মিলিয়ন ডলার করে, আর লিগ পর্বের পয়েন্ট তালিকায় পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দলগুলো পেয়েছে ৭ লাখ ডলার করে।
বাংলাদেশ নারী দল এই বিশ্বকাপে লিগ পর্বে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ছিল এবং এর জন্য ২ লাখ ৮০ হাজার ডলার প্রাইজমানি পেয়েছে। এছাড়া, পাকিস্তানের বিরুদ্ধে একটি জয় থেকে তারা অতিরিক্ত ৩৪ হাজার ৩১৪ ডলার অর্জন করেছে। সব মিলিয়ে বাংলাদেশ নারী দল এই বিশ্বকাপ থেকে মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার পেয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।
এভাবেই নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রমশই আরও বড় হচ্ছে, যেখানে পুরস্কারের পরিমাণ পুরুষদের টুর্নামেন্টের থেকেও অনেকাংশে বেড়ে যাচ্ছে। এটি ক্রিকেটে নারীদের গুরুত্ব বৃদ্ধির এক সুস্পষ্ট প্রতিফলন।
                



               
Comments