Image description

রাজনৈতিক দল হিসেবে আম জনতার দল নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান দ্বিতীয় দিনের মতো নির্বাচন ভবনের সামনে অনশন করছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে তার ওই অবস্থান রাতেও ছিল। বুধবারও (৫ নভেম্বর) তিনি তার অবস্থানে অনড় রয়েছেন।

তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমি নির্বাচন কমিশনের প্রধান ফটকের এক পাশে বসে আছি। সহযোদ্ধাদের এখানে আসতে দেই না, যাতে গেটে যাওয়া আসার সমস্যা না হয়। কিন্তু তারা এই গেট পুরোপুরি লক করে অন্য পাশের পকেট গেট দিয়ে যাওয়া আসা করছেন। পকেট গেটের পাশে বসলে আবার এটা খুলে দিচ্ছে। আবার এখানে এক পাশে বসলে অন্যটা খুলে দিচ্ছে।

তিনি বলেন, এখনও সুস্থ আছি, এই অনশন নির্বাচন কমিশনের জুলুমের বিরুদ্ধে অনশন।

মঙ্গলবার তিনটি নতুন দল-জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কবাসী) নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
 
এরপরই তারেক নিজের দলের নাম তালিকায় না পেয়ে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অনশনে বসেন। তার দলটি অধিকতর তদন্তে বাদ পড়ে।