ঢাকাই সিনেমার কিংবদন্তি সালমান শাহ'র হত্যার সুষ্ঠু বিচার দাবিতে শনিবার গাজীপুর জেলার কাশিমপুর ইউনিয়নে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 'জাস্টিস ফর সালমান শাহ' স্লোগান নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সালমান শাহ'র ভক্তরা ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন হাতে এই মানববন্ধনে অংশ নেন।
গাজীপুর সদরের মহানায়ক সালমান শাহ স্টেশন, কাশিমপুর এবং গাজীপুর মহানগরের সালমান শাহ ভক্তদের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা সালমান শাহ হত্যার দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। একইসাথে, তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামির গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি তোলেন।
মানববন্ধনে উপস্থিত সালমান শাহের সুপরিচিত ভক্ত মাসুদ রানা নকীব বলেন, "আমরা চাই হত্যার ঘটনা দ্রুত ও সঠিকভাবে তদন্ত করা হোক। সব আসামিকে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সালমান শাহ হত্যার ন্যায়বিচার হোক।"
ভক্তরা তাদের বক্তব্যে আরও বলেন যে, সালমান শাহ শুধু ঢাকাই সিনেমার একজন সুপারস্টার ছিলেন না, বরং তিনি ছিলেন তাদের সকলের প্রেরণার উৎস। তারা এই হত্যার ন্যায়বিচার নিশ্চিত করার আশা নিয়ে আজ এখানে একত্রিত হয়েছেন।
মানববন্ধনে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন সহ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামির শাস্তি নিশ্চিত করার দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, "কেউ যেন পালিয়ে যেতে না পারে, আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হোক এবং তাদের কঠোর শাস্তি দেওয়া হোক।"
মানববন্ধনের একাধিক ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে, যার মাধ্যমে সারা দেশের সালমান শাহ ভক্তরা এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। ভক্তরা জানিয়েছেন, যদি হত্যার রহস্য উদঘাটিত না হয়, তবে তাদের এই আন্দোলন চলতে থাকবে এবং এটি দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে।
বছরব্যাপী ন্যায়বিচারের অভাব এবং তদন্তের গাফিলতির কারণে ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, সালমান শাহ হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন।




Comments