Image description

অস্ট্রেলিয়ার কাছে হেরে হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসের মূল শিরোপা জয়ের আশা শেষ হয়ে গেলেও, বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৫ রানের এক দুর্দান্ত জয় তুলে নিয়ে প্লেট ফাইনালে জায়গা করে নিয়েছে। অজিদের কাছে হারের জ্বালা প্রোটিয়াদের ওপর দিয়ে মেটাল টাইগাররা।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ রীতিমতো ঝড় তোলে। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম ২১ বলে ৮৫ রানের এক বিস্ফোরক জুটি গড়েন। সোহান মাত্র ১৩ বলে ৫৪ রান করে বাধ্যতামূলক অবসরে যান। জিসান আলমও ৭ বলে ২৪ রান করে আউট হন। অধিনায়ক আকবর অবশ্য ৬ বলে ৫ রান করে তাল মেলাতে পারেননি। তবে শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকত ৮ বলে ২৭ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন। নির্ধারিত ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ ১২৮ রান সংগ্রহ করে।

জবাবে দক্ষিণ আফ্রিকা ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান তুলতে সক্ষম হয়। প্রোটিয়াদের হয়ে আব্দুল্লাহ বায়োমি সর্বোচ্চ ৩৮ রান করেন এবং ফন স্কাভিচ ২৮ রান করে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক হন। বাংলাদেশের হয়ে আবু হায়দার রনি ও জিসান আলম দুটি করে উইকেট শিকার করেন। অধিনায়ক আকবর আলি ও রকিবুল হাসান একটি করে উইকেট পান।

এই জয়ের ফলে বাংলাদেশ প্লেট ফাইনালে হংকংয়ের মুখোমুখি হবে, যা কিছুক্ষণ পরেই শুরু হওয়ার কথা রয়েছে।