Image description

আওয়ামী লীগ সরকার পতনের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের ওয়েবসাইটে (https://nilmrc.portal.gov.bd) এখনও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নাম বিদ্যমান রয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ডা. সামন্ত লাল সেন দায়িত্ব গ্রহণের পরও এই সরকারি ওয়েবসাইটে তথ্য হালনাগাদ না হওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে। বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) হিসেবে নুরজাহান বেগম দায়িত্ব পালন করছেন।

ওয়েবসাইটে শুধু জাহিদ মালেক নন, সাবেক স্বাস্থ্য সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমের নামও দেখা যাচ্ছে। এই কর্মকর্তারা এখন সাবেক হলেও তাদের নাম ওয়েবসাইটে পরিবর্তন করা হয়নি।

এছাড়াও, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের কভার ছবিতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি শোভা পাচ্ছে।

উল্লেখ্য, জাহিদ মালেক ২০০৮ সাল থেকে মানিকগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। তিনি ২০১৪ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

জনসাধারণ এবং সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে দ্রুত ওয়েবসাইট হালনাগাদ করে সঠিক তথ্য প্রদর্শনের দাবি জানানো হয়েছে।