জাপানের উত্তরাঞ্চলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এই কম্পনের পর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ছোট ছোট সুনামির ঢেউ দেখা গেছে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ইওয়াতে প্রশাসনিক অঞ্চলের উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, যেকোনো মুহূর্তে ঢেউ আছড়ে পড়তে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা ৬.৮ হিসেবে পরিমাপ করেছে। জেএমএ-র তথ্য অনুযায়ী, মূল কম্পনের পর ৫.৩ থেকে ৬.৩ মাত্রার একাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে।
এর আগে রোববার সকালেই ইওয়াতে অঞ্চলে ৪.৮ থেকে ৫.৮ মাত্রার ছয়টি উপকূলীয় ভূমিকম্প অনুভূত হয়, তবে সেগুলো ভূমিতে তেমন প্রভাব ফেলেনি।
২০১১ সালের ৯.০ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির স্মৃতি এখনো এ অঞ্চলের মানুষকে তাড়া করে। ওই দুর্যোগে প্রায় ১৮,৫০০ মানুষ প্রাণ হারান বা নিখোঁজ হন।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর পশ্চিম প্রান্তে অবস্থিত জাপান চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে রয়েছে। বিশ্বের সবচেয়ে টেকটোনিকভাবে সক্রিয় দেশগুলোর একটি হিসেবে এখানে প্রতি বছর গড়ে ১,৫০০টি ভূমিকম্প অনুভূত হয়।




Comments