Image description

বাংলাদেশ নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন টাইগ্রেস পেসার জাহানারা আলম। মানসিক শান্তির জন্য বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান অধিনায়ক জ্যোতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

জুনিয়রদের দিয়ে কাজ করানো, তাদের মারধর করার মতো গুরুতর অভিযোগ জ্যোতির বিরুদ্ধে তুলেছেন জাহানারা। বাংলাদেশ নারী দলের অধিনায়ককে নিয়ে ওঠা অভিযোগ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন তার ভাই সম্রাট সালাউদ্দিন। রোববার (৯ নভেম্বর) নিজের ব্যক্তিগত প্রোফাইলে এ স্ট্যাটাস দেন তিনি।

সেই পোস্টে তিনি লেখেন, সম্প্রতি সময়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা খুবই দুঃখজনক। জাহানারা আলম সাবেক ম্যানেজার মন্জুর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা খুবই গুরুতর। এই অভিযোগের যদি বিন্দুমাত্র সত্যতাও থাকে তাহলে যেন দোষীদের কঠোর শাস্তি হয়। আমি এই গুরুতর অভিযোগের সুষ্ঠু তদন্ত চাই। ক্রীড়াঙ্গনে নারীর বিচরন যেন নিরাপদ হয় সেই ব্যবস্থা করতে হবে।

সালাউদ্দিন আরও যোগ করেন, গ্রুপিংয়ের বিষয়ে জ্যোতিকে জড়িয়ে যে সকল যে সকল অপপ্রচার চলছে তা খুবই হতাশা জনক। যে বা যাহারা এটা করছেন তারা এটা ব্যক্তিগত আক্রোশ থেকেই করছেন বলে আমি বিশ্বাস করি। সিন্ডিকেট কারা করতো তা সকলেই জানে এবং এই সিন্ডিকেট / গ্রুপিংয়ের মূল হোতা কারা ছিলো এটা সাবেক কোচ হাসান তিলকারত্মের বিদায়ী ইন্টারভিউয়ে পরিষ্কার করে বলে দিয়েছেন। কাজে এটা নিয়ে কথা বলার কিছু নাই।

নিজের সেই স্ট্যাটাসে জ্যোতির ভাই আরও লেখেন, জাহানারা, রুমানা আপনারা বাংলাদেশ নারী ক্রিকেটকে আজকের অবস্থানে আনতে অবদান রেখেছেন। আপনারা আপনাদের দল থেকে বাদ পরার জন্য জ্যোতির উপর যে দোষ দিচ্ছেন তা মোটেও ঠিক না। সেটা আপনারাও ভালো করে জানেন। আর, ব্যাগ টানা, তেল দিয়ে দেওয়া, দু-একজনকে বকাজকা করা এগুলো ড্রেসিং রুমের কমন জিনিস। এগুলো হলো ভালোবাসা, বন্ডিং ; সিন্ডিকেট না। যারা খেলাধুলা করছেন তারা এটা জানেন। যারা নারী ক্রিকেট নিয়ে খোঁজখবর রাখেন তারাই বলতে পারবেন জ্যোতির হাত ধরে বাংলাদেশের নারী ক্রিকেট বিশ্বদরবারে কতটুকু এগিয়েছে।